অনেকে ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে, গ্লোবাল মার্কেট নিয়ে কাজ করে | কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতো ইংলিশে শেক্সপিয়ারের মতো বড় ধরনের কবি , যে আশা ছিল তার সেই থেকে যখন সে পারলনা – তখন সে বাংলা ভাষায় লিখে জনপ্রিয় হয়েছিল |
তাই ওই বিষয়টা চিন্তা করলে দেখা যাবে – বাংলা ভাষায়ও অনেক মানুষ আছে, যারা এখনো বাংলা ভাষা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সারা পৃথিবীর মধ্যে অষ্টম ভাষা যদি বাংলা হয় | তবে বাংলা কে অবহেলা করার কিছু নাই |
ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলেও – সবাই ইংরেজি বুঝতে পারে না | এমনকি ইংরেজি তে পড়তে লিখতে বাংলাদেশে কতজন মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করেন | আমি যদি বলি আমাদের দেশের শতকরা 5 থেকে 10 জন মানুষ ইংরেজিতে পড়তে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন | আর বাকি যারা পড়তে লিখতে, লিখতে চান , তারা এক দিক থেকে জোর করে লিখতেছেন বাধ্য হয়ে |
বেসিক্যালি বাংলাতে আমরা কথা বলতে যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করি ইংরেজিতে কখনোই এরকম স্বাচ্ছন্দ্যবোধ হবে না | কারণ ওটা আমাদের ভাষা না | অর্থাৎ মাতৃভাষা না- মাতৃভাষা টা হচ্ছে মায়ের মত, মাকে যেমন করে আমরা যতটুকু ভালবাসি – সেরকম আমরা নিজের ভাষা কেউ এরকম যদি ভালবাসতে পারি | তবে আমাদের দেশ টাকে এরকম ভাবে ভালবাসতে পারব |
তাহলে চিন্তা করলে দেখা যাবে বাংলার গুরুত্ব কতটুকু | আসলে আমি মনে করি , বাংলার গুরুত্বটা সবচেয়ে বেশি | তাই বাংলা ভাষায় লিখেও টাকা অর্জন করা যায় | এমন অভিজ্ঞতা আমার থেকেও আরো অনেক মানুষের আছে | যারা অনেক অনেক টাকা ইনকাম করতেছে | এই মার্কেটে তাই যে জিনিসটা আপনার কাছে বাধা ক্রিয়েট করে – ইংলিশ সেটা থেকে দূরে থেকে , চলে আসুন না, আপনার বাংলা ভাষায় |
আপনি আপনার নিজের মধ্যে যে ক্ষমতা জ্ঞান বৈশিষ্ট্য দক্ষতা যা কিছু আপনি শিখেছেন সবই দেখেন বাংলাতে শিখেছেন | বাংলা ভাষায় বই পড়েছেন, বাংলা ভাষায় কথা বলছেন সারাক্ষণ, যে জ্ঞান আপনার মাথার মধ্যে যতটুকু যত আছে, চিন্তা করে দেখেন , তার 95 শতাংশ ছবি বাংলা ভাষায় |
অতএব যদি কিছু করতে চান অবশ্যই আপনাকে বাংলায় চিন্তা করতে হবে | প্রথমে তারপর যদি আপনি পারেন, ঠিক ইন্টারন্যাশনাল মার্কেটে, যদি আপনি সরিয়ে দিতে চান | ওটাকে ল্যাঙ্গুয়েজ আছে | ইংলিশ ভার্সন , বাংলা ভার্সন আছে, ওটা দিয়ে আপনি ইংলিশ ভার্শন করে দিবেন | আর যদি সে মনে করে কনটেন্ট অথবা খুব সুন্দর ইম্পর্টেন্ট বাংলা ট্রান্সলেট করে পড়তে পারবে |
আপনি কি বলতে চান আপনার গুরুত্ব কতটুকু – অতএব বাংলা ভাষার মাধ্যমে প্রত্যেকটি মানুষের কাছে যে অনুভূতি পৌঁছে দেয়া যায় | এটা অন্য ভাষার মধ্যে সম্ভব না | তাই আমি আসলে উদ্যোগটা নিয়েছি বাংলা ভাষায় ব্লগ করতে| অর্থাৎ যে ভাষা সাহিত্য গুলো ইংলিশে আছে সেগুলো থেকে স্টাডি করে যদি নতুন কিছু আমি – আমি বাংলায় দিতে পারি | আমার বাংলার মানুষ, বাংলা যুবসমাজ্, বাংলা যারা ইয়াং ,ইয়াং যারা আছেন বিজনেস করতে চান | বিজনেস করতে চান, ফ্রিল্যান্সার হতে চান অর্থাৎ আপনারা বাংলাদেশকে ……… |
একসময় সারা বিশ্বের থেকে ডলার বাংলাদেশে আসবে – আমার আসলে উদ্যোগ হল – আমার দেশ উন্নত হবে, আমার বাংলার মা আছে, বাবা আছে, তারা ভাল থাকুক | তাই আমি চাচ্ছি আমার আছে যুবসমাজ, যুবসমাজকে আমি সত্যিকারের একটা ভালো জায়গায় , ভালো জায়গায় নিয়ে যেতে চাই – যেখানে তার থেকে অনলাইনে কাজ করে দেখিয়ে দিবে সারা বাংলাদেশের মানুষ – বাংলাদেশের মানুষ কি করতে পারে | কাজ দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই | এটাই আমার – এই এর উদ্দেশ্য |
অর্থাৎ তোমরা যদি চেষ্টা করো অসম্ভবকে সম্ভব করতে পারবা | এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য | যে তোমরা জেগে ওঠো _তোমরা কাজ করো , চেষ্টা কর, পারবা , আমি কনফার্ম , যদি কোন সমস্যা মনে কর, তো আমাকে মেইল করো অথবা কমেন্ট করো | আর একটু কনফিডেন্স লেভেল লাগবে- তখন আমারে সার্থক পরিশ্রমটা সার্থক হবে | আমার বাংলাদেশ উন্নতি হবে, তুমি হবে আমার উদ্দেশ্য – শেয়ার কর সবাইকে| যদি কারো কোন অনুভূতি থাকে ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো সবার মধ্যে ছড়িয়ে দাও |
