বেকারত্ব অভিশাপ থেকে মুক্তির উপায়- কিভাবে?
আসলে একটা কঠিন জিনিস এই কঠিন অভিশপ্ত জীবন থেকে বাংলাদেশের পক্ষে মুক্তি খুবই অসম্ভব কিন্তু অসম্ভব বলে কিছু নেই। জেমস বন্ড, একটা কথা আছে, Under the Sun , everything is possible । তাই যদি হয় তাহলে আমরা বাঙালি আমরা পারি না এমন কিছু নাই । আমাদের মাথায় অনেক বুদ্ধি এই ডুবলিকেট বুদ্ধিগুলোকে সঠিক পথে কাজে লাগাতে পারলেই। সারা বিশ্বের কাজ করে আমরা ডলার আমাদের দেশে আনতে পারি। কিন্তু এত সহজ না, কারন মানুষ সহজেই তার পকেট থেকে টাকা দেয় না ।