ব্যবসা করতে টাকা লাগে কিন্তু টাকা জমানো টা আর হয় না। তাই ব্যবসা শুরু করাও হয় না। এই Blog টি অবশ্যই আপনাদের অনেক Help করবে যারা চাকরী করছেন। চাকরী করে দেখা যায় প্রায়ই মাস শেষে আর টাকা থাকে না। বিশেষ করে টাকা জমানোর কিছু নিয়ম বা টেকনিক ব্যাবহার না করার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার নিচের কয়েটি ফর্মুলা ব্যাবহার করলে কিছুদিন পর ব্যবসা শুরু করতে পারবেন।
১. বক্স No 1: 60 % খরচ
২. বক্স No 2: 20% Save
৩. বক্স No 3: 10% Invest
৪. বক্স No 4: 5% ঘুরা ঘুরি
৫. বক্স No 5: 5% Learning
বক্স No 1: 60 % খরচ
অর্থাৎ জীবন চলতে খরচ করতেই হবে। আপনার Salary টাকা পাওয়ার সাথে সাথেই ৫টি বক্স এ টাকা ভাগ করে নিন । বক্স এ ৬০% টাকা ফেলুন অর্থাৎ যদি আপনি ৩০,০০০ টাকা Income করেন। তার ১৮,০০০ টাকা ৬০% আপনি খরচ বক্সে ফেলুন। এই টাকা টা আপনার দৈনন্দিন জীবনে চলার জন্য। একটি Ensure আমাকে করতে হবে। তা হলো ৬০% এর বেশি খরচ করা যাবে না। অর্থাৎ অন্য বক্স থেকে টাকা এই খরচের মধ্যে আনা যাবে না। এই টুকু যদি করতে পারেন ১০০% বলতে পারি ।জীবনে অনেক বড় কিছু করতে পারবেন ও ব্যবসা শুরু করার ১০০% আপনার জন্য সহজ হয়ে যাবে।
বক্স No 2: 20% Save
এবার আসল % টি হলো ২০% Save. এই বক্সটি সবচেয়ে Important কারন এই টাকা দিয়ে শুরু হবে আপনার ব্যবসায় জগতে পা রাখা। আপনি চাইলে Percentage বেশি করে রাখতে পারেন। আপনার উপর। কিন্তু System টা ধরে রাখতে হবে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেনো কোনভাবে এই জমানো বক্স খালি না হয়। এইটা একেবারে নিয়ত করে রাখতে হবে।
বক্স No 3: 10% Invest
আপনার ৩য় বক্স অনেকটা ২য় বক্স এর মত Investing। যদি পারেন কোন না কোন কাজে Invest আর না হলে save বক্সে দেখে রাখুন। Invest হতে পারে। একটি Domain বা Investing বা ব্যবসা শুরু করবেন কোন কোন মূল্যবান জিনিস প্রয়োজনীয় টা আগেই কিনে রাখতে পারেন। অর্থাৎ ব্যবসায়ের আগেই কিছু জিনিস প্রয়োজন যা না হলে ব্যবসা শুরু করা যায় না। সেই সব জিনিস গুলোতে টুকটাক Invest করতে পারেন।
বক্স No 4: 5% ঘুরা ঘুরি
৫% ঘুরাঘুরি বা বিনোদন মূলক কাজে বা মজা করার জন্য বিশেষ করে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে আসুন। এতে করে আপনার মন আরও কাজের প্রতি বেশি মনোযোগ দিবে। কিন্তু সবসময় আপনার মাথায় রাখতে হবে। একসময় আপনি ব্যবসা করবেন।
কোন সময় যদি মনে করেন ৫% এ মাসে ঘুরাঘুরিতে অল্প টাকা মনে হয়। তাহলে আপনি অবশ্যই ২/৩ মাসের টাকা বক্স থেকে নিয়ে দূরে ঘুরে আসতে পারেন। Depend আপনার যাত্রা টা কোথায় হবে।
বক্স No 5: 5% learning
ব্যবসা করার জন্য learning দরকার। এর জন্য আপনি ছোট ছোট Course করে রাখতে পারেন। Marketing Training. বা Business Developing Training এ রকম আরও আছে অল্প টাকার Course করা যায়। যেমন Digital Marketing। যে গুলো জানাটা আপনার দরকার। অর্থাৎ Boss হতে হলে কি কি লাগে Weak Point গুলো বের করে। যে গুলো YouTube থেকে বা Online Paid থেকেও কিছু Course করতে পারেন। যা আপনাকে সাহায্য করবে।
শিখলে কোনোদিনও Lost হবে না। কোন না কোন ক্ষেত্রে আপনার কাজে লাগবেই।
অনলাইনে টাকা ছাড়া ব্যবসা শুরু করতে চান ? ৪২ টি ব্যবসা নিয়ে ভাবুন – Grow Bangladesh