বাংলাদেশে ফেসবুক এ্যাড কেনো এতো জনপ্রিয় , বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবকিছুতেই শর্টটাম পরিকল্পনা করে থাকি। বিশেষ করে মার্কেটিং এর ক্ষেএ। তাই আমরা চাই নগদ টাকা দ্রত ব্যবসায়ে আনতে মানে কোনো সার্ভিস বা পণ্যকে বিক্রি করতে পারলেই টাকা বা লাভ আসবে। আসলে এটাই বাস্তবতা। আর এর সুযোগ যেহেতু বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সবচেয়ে বেশি। তাই ফেসবুক এ্যাড দিলেই বাজিমাত। আপনার সার্ভিস বা পণ্য কম বেশি সেল হবেই।
ডিজিটাল মার্কেটে অনেক প্রতিষ্ঠান
অসংখ্য লোক কিছু ভিডিও বা কোর্স করেই ফেসবুক এ্যাড শিখে ২০০০০-২৫০০০ টাকার ডিজিটাল মার্কেটে অনেক প্রতিষ্ঠান টাকা আয় করে দিছে
আসলে শুধু ফেসবুক এড করলেই কি সব হয়ে যায়। এটাতো ডিজিটাল মার্কেটিং এর এক বিন্দু জল মাত্র আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি।তাই তাদেরকে টার্গেট করলে খুব সহজেই সেল করতে পারি।
টাকা দিয়ে বুস্টিং করে কতদিন মার্কেটে টিকে থাকতে পারবেন। ব্র্যান্ডিং নিয়ে শুধু কিছু লাইক এড দিলে হয়ে গেল আসলে ব্যাপারটা এত সহজ না বলেই অনেক প্রতিষ্ঠান কিছুদিনের জন্য টিকে থাকে পরে বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক এড পারা মানের ডিজিটাল মার্কেটার না।
মার্কেটে টিকে থাকতে পারবেন না
বিস্তারিত ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে না পারলে আজ হোক আর কাল হোক আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। মানুষের মাথায় আপনার প্রতিষ্ঠানের নাম গেঁথে না দিলে ভুলে যাবে বা হারিয়ে যাব।
আপনার কোম্পানি, আমি ১০০% বলতে পারি। আমরা ব্র্যান্ডিং বুঝিনা বিদেশিদের তুলনায় ব্র্যান্ডিং বুঝিনা, গুনগতমান, বিশ্বাস, আস্থার অভাব বুঝতে পারি না বলে ব্র্যান্ডিং বাংলাদেশের জন্ম নেয় না।
অর্থাৎ মানুষের মধ্যে গুণগতমান প্রতিষ্ঠিত না করতে পারলে কোনদিনও ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় না। আবার গুনগতমান আপনার আছে কিন্তু মানুষ পণ্য বা সার্ভিস নিচ্ছে না, আপনাকে জানেনই না, তাহলে তো কোনো লাভ নেই। আসলে বিশাল part-1 জন্য ফেসবুকের ডিজিটাল মার্কেটার কে জানতে হবে। বাংলাদেশে ফেসবুক এ্যাড কেনো এতো জনপ্রিয়?
বাংলাদেশের ডিজিটাল মার্কেটাররা
নইলে অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের ডিজিটাল মার্কেটাররা হাহাকারের মধ্যে পড়বে। বিশেষ করে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ফেসবুকে এড দিলেই হচ্ছে কেউ না কেউ কিনছে কিন্তু আরো অনেক উপায় পণ্য বিক্রি করা যায় ধরুন কনটেন্ট লিংকদিন, এসইও করে। বাস্তবতা হল সেল মানেই টাকা। সেল করতে আসলেই ফেসবুকের বিকল্প নেই।
ফেসবুকের এড সঠিকভাবে পরিচালনা
সেই ফেসবুকের এড সঠিকভাবে পরিচালনা করতে না পারলে আপনার অনেক খরচ হয়ে যাবে, বা লাভ থেকে দূরে থাকবেন। ফেসবুক অ্যাড স্ট্রাটেজি না করে ক্যাম্পেইন রান করলে আপনি ধরা খাবেন। আপনার টাকা পানিতে যাবে । বাংলাদেশে ফেসবুক এ্যাড কেনো এতো জনপ্রিয়?
আমি মধুসূদন ভৌমিক চয়ন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হয়ে আপনার পণ্য বা সার্ভিস এর লিড বা সেল করতে সঠিক পথ দেখিয়ে থাকি।
দেশী বা বিদেশী ক্লায়েন্ট আনতে হেল্প করে থাকি। বিস্তারিত জানতে কল করুন :
Call : 01731840166
ইমেইল : info@growbangladesh.com
ওয়েব : www.growbangladesh.com