গ্রাফিক ডিজাইন শিখে, Income করুন per month 100,000/-
গ্রাফিক ডিজাইন হলো আমাদের, এই যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন হলো মানুষের একমাত্র মাধ্যম হবে, যে মাধ্যমে সারা বিশ্বের, সারা বিশ্ব থেকে অবশ্যই গ্রাফিক ডিজাইন এর মাধ্যমে ডলার বাংলাদেশে আনা সম্ভব । তার জন্য অবশ্যই অবশ্যই সেরা মাধ্যম এর একটির জন্য যেহেতু আপনাকে অনেক, অনেক করে, আপনাকে অনেক অনেক করে স্টাডি করতে আহবে । বিশেষ করে গুগল এবং ইউটিউব থেকে আপনাকে অনেক অনেক জানতে হবে।
বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে ভালো যে চ্যানেলগুলো সে চ্যানেলগুলো থেকে আপনি আগে প্রথমে ইলাস্ট্রেটর বা জানতে হবে কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর অপারেট করা যায়। ফার্স্ট অফ অল অপারেটর সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই অবশ্যই কিছু কিছু টুলস দিয়ে কিভাবে শুরু করা যায় ।
লোগো ডিজাইন
যদি আমি আপনাকে সঠিক এক্সাম্পল বলি সেটা হল, ফার্স্ট অফ অল আপনাকে লোগো ডিজাইন এর একটা কনসেপ্ট ডেভেলপ করুন । ধরুন বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে একটা লোগো ডিজাইন করবেন আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন করবেন। আপনার নাম হচ্ছে টিউটোরিয়াল টিউটোরিয়াল নিয়ে । আপনাকে দুই ধরনের লোগো তৈরি করা যেতে পারে । আর তা যদি হয় তাহলে আপনি এখানে দিতে পারেন আর যেমন একটি Creative icon or text based style কাজ করতে পারেন। আর যদি গ্রাফিক্স না দিয়ে আপনি টেক্সট ব্যবহার করতে চান তাহলে সেই টা অবশ্যই আপনাকে হাতে লিখে করতে পারেন । পরে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন ।
এই বিষয়গুলা লোগো তৈরি বিষয় অসংখ্য অসংখ্য tips পাবেন সেখান থেকে একটা idea যদি আপনি কনসেপচুয়াল ভাবে তৈরি করতে পারেন . আমি শিওর যে আপনি গ্রাফিক্স ডিজাইনের এক তৃতীয়াংশ concept মাথায় ঢুকলো
প্রচুর প্র্যাকটিস
আপনাকে প্রচুর প্র্যাকটিস এর জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ ফটোসফ, কম্পিউটার/ল্যাপটপ, খাতা কলম -এটা হচ্ছে আপনার দিন রাতের পাটনার , ননস্টপ 3 থেকে 6 মাস যদি আপনাকে প্রশ্ন করতে পারবেন। দেখবেন আপনার হাত চালু হয়ে গেছে। । কনসেপ্ট এর জন্য গুগোলে এমন কিছু নাই পৃথিবীতে যা আসলে নাই তাইলে আপনি দ্বিতীয়টা হল রিসার্চ করা । বেশি পরিমাণে মানুষের কাজ দেখবেন কোথায় কোথায় কে কিভাবে কাজ করে রাখছে।
তার কাছে ভালো কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা করবেন । এ ভালো কাজগুলো চেষ্টা করতে পারলে দেখবেন আপনার ইস্কিল অনেক হাই হয়ে গেছে । মনে রাখবেন সারা বিশ্বের কাজ , সারা বিশ্বের যে ভালো ভালো কাজ করতে গেলে ভালো ভালো কাজ গুলো দেখতে হবে । ওই কাজগুলো দু’একটা অনুকরণ করে আপনি করার চেষ্টা করবেন । এই দ্বিতীয় প্দক্ষেপ যদি সম্পূর্ণ করতে পারেন। মনে রাখবেন আরও একধাপ এগিয়ে গেলেন ।
কাজ কিভাবে পাবেন
প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলেই তৃতীয় ধাপে , আপনি নিজস্ব করে একটা গ্রাফিক ডিজাইন কাজের জন্য অবশ্যই ফিট করাতে হবে, ফাস্ট আপনি আপনার একটা লোগো তৈরি করবেন। চার-পাঁচটা লোগো তৈরি করেন, তারপর কিছু ভিজিটিং কার্ড ডিজাইন করেন । তারপর আপনি কিছু ফ্লায়ার ডিজাইন করেন । তারপর আপনি কিছু লিফলেট ডিজাইন করুন । তারপর আপনি কিছু ফেসবুক, লিংকদিন, টুইটারে কিছু Design তৈরি করুন । তারপর কিছু ফেসবুকে কিছু পোস্ট এর জন্য কিছু সাইজ দেখে আপনি কোন ডিজাইন করুন।
সেটার মাধ্যমে আপনি দেখবেন অনেক ডিজাইনের কাজ ইকেব থেকে পাওয়া যায় । এখন আপনি সুন্দর করে আপনি নিজে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য, আপনি কাজের সন্ধান করুন, আপনি খুঁজবেন কাজ কিভাবে । আপনি পাবেন 100%
আপনি সুন্দর একটা পোস্ট করুন facebook group এ Graphic design or freelance group গুলতে কাজের জন্য । এখন যদি আপনাকে জানতে চাই আপনি কি কাজ পারেন । আপনিও তাদের যে কাজের স্যাম্পেল নমুনা । ইমেইল করে অথবা পাঠিয়ে দিবেন । আপনি কিভাবে কাজ করেন ।অনেকে নিজে করতে পারে না, তখন সে পোস্টগুলোতে দিয়ে দেয্ তবে ঐ কাজ করে দিতে পারবেনঅই। বিনিময়ে টাকা পাবেন ।
Earn money পর্ব
যে কাজ পারেন , ভালো লাগে তা দিয়ে পোর্টফোলিও সেটাপ করতে হবে । তা কিভাবে একটি ফাইবারে একাউন্ট খুলতে হয় এটা আমার একটি পোস্ট থেকে ভালো করে জেনে নিন । অথবা ইউটিউব এর যে কোন একটা চ্যানেল থেকে ফাইবারে কিভাবে একাউন্ট করতে হয় মার্কেটিং ম্যানেজমেন্ট করতে হয় , ভালো করে জানুন। আমি হান্ডেট পার্সেন্ট বলেতে পারি – যদি আপনি আপনার কাজের পিছনে লেগে থাকেন । যদি আপনি কন্টিনুওসলি ওয়ান ইয়ার্স এই কাজের পিছনে লেগে থাকেন ।
ফাইবার বা others মাধ্যমে ফ্রিল্যান্সিং হোক, Freelancer হিসেবে সফল একজন ডিজাইনার হতে পারবেন এবং ডলার ইনকাম করতে পারবেন । কিন্তু ছয় মাস তিন মাসের মধ্যে যদি আপনি stop koren বা হাল ছেরে দেন। ত আপনার সম্পূর্ণ সময় এবং অর্থ মাটি হয়ে যাবে । তাই আদা- জল খাওয়ার মতন যদি আপনি প্রচুর আত্মবিশ্বাস নিয়ে কাজে লেগে থাকতে পারেন । এক বছর পরে আপনি এসে আমার এখানে আবার একটা কমেন্ট করে দেখুন আপনি কতটুকু উন্নতি হয়েছে । কঠিন পরিশ্রম মেধা দিয়ে আপনি পথে লেগে থাকতে পারেন। অবশ্যই আপনার উন্নতি হবে আপনার দেখে আর দশজন এই লাইনে আমাদের বাংলাদেশের মানুষের কাজ করা শুরু করবে। তাই কঠিন তপস্যা যদি আপনার করতে পারেন গ্রাফিক্স ডিজাইন এ হাজার হাজার কোটি কোটি লাখ লাখ – কাজ আজকের যুগে কাজের অন্ত নাই । থ্যাংক ইউ ভেরি মাচ – সাথে থাকার জন্য।