আমরা সবাই যখন ডিজিটাল মার্কেটিং এর যুগে আছি সেখানে আমি অনলাইনে ব্যবসা করতে চাই না এটা ভাবাটাই অস্বাভাবিক। তাই প্রতিটি মানুষের ইচ্ছে পূরণ না হলেও ব্যবসা শুরুর আগের প্রস্তুতি হল আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভুলভাল না শিখে সঠিক এক্সপার্টের কাছ থেকে বিস্তারিত জানুন। তারপর কোথায় তা ব্যবহার করবেন না ভাবতে থাকুন। আপনাকে অনলাইন ব্যবসা করতে কেউ আটকাতে পারবেনা।
কি কি সমস্যা গুলো হয়ঃ আমি অনলাইনে ব্যবসা করতে চাই
১. দক্ষতার অভাব থাকে।
২.টাকা নাই কিভাবে ব্যবসা করব?
৩.অভিজ্ঞতা আছে কিন্তু কি ব্যবসা করব ?
৪.টাকা আছে কিন্তু চাকরি করি !
৫. ব্যবসায় লস খাওয়ার ভয় !
৬. বন্ধু বান্ধবদের নেগেটিভ কথার ভয় !
দক্ষতার অভাব থাকে
ব্যবসা করতে গেলে দক্ষতা একটা সবচেয়ে বড় সম্পদ। যা আপনাকে বহু দূরে নিয়ে যায়। মানুষের থেকে কাজ করতে বা পণ্য-সেবা বিক্রি করেই তো ব্যবসা বড় হয়ে থাকে। তাই অবশ্যই মার্কেটিং এর উপর প্রচন্ড দক্ষতা না থাকলে এই ব্যবসার স্বপ্ন অনেকের খুব সহজে নষ্ট হয়ে যায়। গতানুগতিক মার্কেটিং জ্ঞান আপনার থাকতে পারে কিন্তু তা অনেকটা ধার করার অভিজ্ঞতা মাত্র। আমি মধুসূদন ভৌমিক আপনার ব্যবসার ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটিজি দিয়ে আপনার স্বপ্নকে পূরণ করার জন্য হেল্প করে থাকি। কল করুন ঃ ০১৭৩১৮৪০১৬৬ নাম্বারে। আমি অনলাইনে ব্যবসা করতে চাই
টাকা নাই কিভাবে ব্যবসা করব?
বাস্তবতা এটাই টাকা ছাড়া কেউ যেমন কাউকে দাম দেয় না তেমনি টাকা ছাড়া আপনার কোন কাজ অন্যকে দিয়ে করাতে পারবেন না। কিন্তু আপনি মনে করে মনে করে বসে আছেন যে আমার কাজ তো আমি করব তাহলে টাকা দরকার কি? কোন আবেগের কথা মাত্র।একা যেমন থাকা যায় না তেমনি একা ব্যবসা করা যায় না।
এমন কোন ব্যবসা নাই যা একা পরিচালনা করে বড় হয়েছে। একা শুধু ঘরের রান্নার কাজ করা যায়। ব্যবসায় এমন একটি কাজ বা বাস্তবতা যা গ্রুপ অফ পিপল দাঁড়ায় কেবল সম্ভব । আর মার্কেটিংয়ের কথা ভাবছেন যা আপনার চোখে অন্ধকার লাগবে। যদি টিম না কাজ করে। আপনি যতটাই ট্যালেন্ট হোন না কেন লোক বা টিম আপনার লাগবেই শুরু থেকে।
ফ্রীল্যান্স থেকে ব্যবসা বলবো না। তারা একা কাজ করে এটা দিয়ে একাই চলা সম্ভব ওই আয় দিয়ে। কিন্তু ব্যবসার কথা ভাবলে দশজন মিলে কাজ করলে অনেক টাকা গাড়ি-বাড়ি করা সম্ভব হয় আমার সাথে যদি একমত হন সত্যতা যাচাই করে বলুন বা ই-মেইল করুন।
অভিজ্ঞতা আছে কি ব্যবসা করব
আসলে অভিজ্ঞতার দুর্বলতা আছে আপনার আপনি ভালো করে জানেন না। এ বিষয়ে পারদর্শী এটা জানলে আপনার মধ্যে কোন প্রশ্ন থাকত না। বিষয়টা একটু পরিষ্কার করে বলি। আপনার নিজেকে প্রশ্ন করুন কোন কাজটা ভালো লাগে কোন কাজটা ভালো পারেন। যার মধ্যে নিখুঁত কাজের আউটপুট পাওয়া যাবে।
চাকরির ক্ষেত্রে ভালো না লাগলেও বাধ্য হয়ে অনেকটাই করছেন কিন্তু ওই কাজগুলো মোটেও ভালো লাগে না আপনার। সে দক্ষতায় ব্যবসা করলে কয়দিন পরে অফিসে না গিয়ে বাসায় ঘুমাবেন ১০০%। কারণ যার সাথে মনের দক্ষতা না তা কোন দিনে স্বাধীন ব্যবসা পেশাদার হতে পারে না কথাগুলো মিলিয়ে দেখুন আপনার বাস্তব জীবনের সাথে মিলে গেছে।
আপনার মধ্যে ভাল লাগা কে পেশায় পরিণত করে ওই দক্ষতার ব্যবসা করলে লাভ হবে। অনেক বিসিএস ক্যাডাররা চাকরি ছেড়ে দিয়ে নিজের ভাল লাগে এমন কাজ করতেছে আপনার আশেপাশে এবং সাফল্য এনেছেন। ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যায় না।
টাকা আছে কিন্তু চাকরি করি
বাস্তব আমাদের ১০% মানুষের মনের কথা। চাকরি চাকরি গোলামী। মাইন্ড করবেন না পেটের ভাত বা পরিবার চালানোর জন্য চাকরি করি মাত্র। কিছু টাকা জমিয়েছি কিন্তু ব্যবসা করতে পারিনা। সময় নাই অফিস অফিস। এদের সামাজিকতার অভাব ও বই পড়ার জ্ঞানের অভাব রয়েছে. আপনার হাজার হাজার বই রয়েছে মানি ইনভেস্ট দিয়ে। ব্যবসা শিখে। কয়টা বই পড়েছেন আপনি?
Rich Dad, Poor Dadএর গল্পের মত মিলে যাবে আপনার। অর্থাৎ Poor Mind ভয় পান আপনার ভয় পান টেনে ধরে আপনার। ভয় পান সবকিছুতে। পরিকল্পনার বিষয়ে বিশাল অভাব আপনার। আসুন আমার সাথে ৩০ মিনিটের কথা বলুন ফ্রিতে সমাধান পেয়ে যাবেন অবশ্যই।
ব্যবসায় লস খাওয়ার ভয়
আমরা ৯৫ শতাংশ লোক যারা ব্যবসা করতে চাই অধিকাংশ ব্যবসায় কি হবে, সদস্য আনতে পারব কিনা,লস খাব কিনা, কষ্টের টাকা এমনটি ভাবতে-ভাবতে নেগেটিভ চিন্তার কারণে জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করা হয়না। কি ভুল না সঠিক বললাম আমার সাথে একমত নিশ্চয় হবেন। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা হয় না তেমনি ব্যবসা শুরু হলে বুঝতে পারবেন, শিখতে পাবেন, বাধা থেকে বা ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়াতে পারবেন। কজন মানুষ ব্যবসা করে। হাজার হাজার মানুষ শুধু গোলামী বা চাকরি করি।কথাটা খারাপ শুনতে হলেও বাস্তব। উদ্যোক্তা হতে গেলে সবার আগে অনলাইনে অনেক পড়াশোনা করতে হবে বই পড়তে হবে এর বিকল্প নেই।
বন্ধু-বান্ধবদের নেগেটিভ কথার ভয়
আমরা এমন একটা অভিশপ্ত সমাজে বাস করি যেখানে কারো ভালো অন্যরা দেখতে পারি না। অন্যকে খারাপ রাখার জন্য লেগে থাকি সবসময়। অবশ্য সমাজে এমন ভালো মানুষ ও আছে। তাই লোক গুলো সমালোচনা বা আপনার ভাল চায় না। তার স্থান থেকে বা যোগাযোগ থেকে সবসময় দূরে থাকার উপদেশ রইল।
এতে করে আপনার সামনের দিকে এগোতে সাহায্য করবে। আর আমার পরিকল্পনা একান্ত বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কারো কাছে বলবেন না প্লিজ। দেখবেন আপনার আইডিয়া নিয়ে আপনার আগেই শুরু করে দিয়েছে ব্যবসা তাই নিজেকে সাহসী ও উদ্যোক্তা হতে ভালো মানুষের পরামর্শ নেয়ার জন্য অনুরোধ রইল ।
ধরুন আমি ১১ বছরের চাকরি জীবনে অসংখ্য মালিকদের সাথে কথা বলেছি দেখেছি। তা হল সবাই স্বার্থটাই সবার আগে বুঝেন। কোন স্বপ্ন যদি থাকে যে উদ্যোক্তা হতে হবে ভাবছেন আমি মধুসূদন ভৌমিক ৷ চয়ন আপনাকে সঠিক পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কাস্টমার বা ক্লায়েন্ট পেতে হেল্প করে থাকি। আর দেরি না করে কল করুন ০১৭৩১৮৪০১৬৬এই নাম্বারে। ৩০ মিনিট মিটিং করুন একেবারে ফ্রী তে।
শেষ কথা হল আমার এই লেখার মূল উদ্দেশ্য হলো আসুন চাকরি কে না বলি ব্যবসা শুরু করি। যেখানে আপনি বসে থাকবেন আপনার ওপর খবরদারি কেউ করবে না। আমার সাথে যোগাযোগ করতে চাইলে কল করুন অথবা মেইলিংয়ের জন্য ওয়েবসাইট ঃ www.growbangladesh.com এ কন্টাক করুন।
আরোও বিস্তারিত জানার জন্য ই-মেইল করুন info@growbangladesh.com
অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকুন। আমি অনলাইনে ব্যবসা করতে চাই