জ্যাকমা হলো আলিবাবা প্রতিষ্ঠাতা। আলিবাবা একটি বিমান E-Commerce বা Online Sales Business জ্যাকমা পৃথিবীর শীর্ষ ধনির মধ্যে একজন। তাঁরই জীবন থেকে নেয়া কয়েকটি মূল্যবান কথা শেয়ার করছি। যা আপনার ও আপনার ব্যবসায়কে আরও সাফল্যের দিক নিয়ে যাবে, যদি আপনি এই 10 টি বিষয়ে কাজে লাগাতে পারেন। আর না পারলে কিছুই হবে না। ফলাফল শূন্য । কথায় আছে না, মহাজন মহাজ্ঞানী যে পথে যায়, তুমিও হও অগ্রগামী অথবা সেই পথে যাও।
১. কোনো কিছুকে মূল্যবোধ দেয়া।
২. একটি বিষয়কে সাফল্যের জন্য গ্রূপ তৈরি।
৩. স্বপ্নকল্পনা ঃ
৪. আপনার চাইতে বেশি জানা মানুষকে নিয়োগ দিন;
৫. নতুন কিছু করুন
৬. ভুল থেকে শিখুন।
৭. নিজের কাজকে ভালবাসতে হবে।
৮. অন্যকে বন্ধু ভাবুন।
৯. নিজের প্রতি সাহস রাখতে হবে।
১০. কখনই হাল ছারবেন না।
· কোনো কিছুকে মূল্যবোধ দেয়াঃ
আপনি যখন ব্যবসায় শুরু করছেন, তখন থেকেই ০২ টি জিনিসকে মূল্যবোধ দিতে হবে। প্রথমটি হলো Customer। অর্থাৎ যার কাজ করে আপনি টাকা ইনকাম করবেন। অথবা যার কাছ থেকে প্রোডাক বিক্রি করে আপনি চলবেন। তাই সবার আগে তাদেরকে মূল্যবোধ দিতে হবে।২য় টি হলো আপনার অফিসে যারা চাকরি করে। আপনার কর্মচারীবৃন্দ। সেই কর্মচারীদের মূল্যবোধ আপনি যতোটা দিবেন ঐ চাকরীজীবী আপনার প্রতিষ্ঠানকে ততই ভালবাসবে। এক আপনার কোম্পানি অবশ্যই দ্রুত বড় হতে থাকবে। মানুষ পেটের জন্য চাকরী করে ঠিকই কিন্তু সম্মান মানুষকে সাহস যোগায় সামনের দিকে এগিয়ে যেতে।
· একটি বিষয়কে সাফল্যের জন্য গ্রপ তৈরিঃ
কোনো প্রতিষ্ঠানকে বড় করতে চাইলে অবশ্যই লোক বলের প্রয়োজন। বরং যে কোম্পানিতে ২০,০০০ লোক কাজ করে। গড়ে প্রতিটি লোকের থেকে যদি ১,০০,০০০ টাকা আয় করে তাহলে ২০,০০০*১,০০,০০০= ২০০,০০০,০০০০/- কোটি টাকা মাসে আয় করে, তাহলে সহজেই বুঝতে পারছেন গ্রপ ওয়ার্ক কিভাবে আপনাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। অবশ্যই জ্যাকমার কথা মনে রাখবেন। আমি সব সময় আমার চাইতে স্মার্ট পিপল কে নিয়োগ দিতাম। অর্থাৎ ট্যালেন্ট ছাড়া কোন ভাবেই ভালো কিছু হতে পারে না।
· স্বপ্ন কল্পনাঃ
ব্যবসায় করুন অথবা Freelancer ব্যবসায় করুন। আকাশ সমান স্বপ্ন না দেখলে বাস্তবে কিছুই করা সম্ভব না। আপনার পরিকল্পনা অনেক বড় না হলে কোনোদিনই বড় কিছু হতে পারবেন না । কারন আপনি তো মানুষ , মানুষের অসাধ্য বলে কিছু নাই। বিখ্যাত কিছু মহামানবদের ভিডিও দেখুন, আপনাকে অবশই অনুপ্রানিত করবে। কারন মানুষের স্বভাব হলো মানুষের থেকে দেখে শেখা বা অনুপ্রানিত হওয়া। এইটা মানুষের ন্যাচারাল স্বভাব। এই Link থেকে কিছু ভিডিও দেখলে লাভ হবে। The Lion Attitude (HEART OF A LION) Motivational Video
· আপনার চাইতে বেশি জানা লোক নিয়োগ দিনঃ
জ্যাকমার এই বিস্ময়কর কথাটি আমাকে অনুপ্রানিত করে। বিষয়টি এই যে আপনি প্রতিনিয়ত তাদের থেকে জানতে পারবেন। মনে রাখবেন তাই বলে ওভার স্মার্ট লোক কোনদিনও আপনার প্রতিষ্ঠানকে কিছুই দিতে পারবে না। কারন আপনি BOSS আপনার উপর খবরদারি বা ভাব নিলেই দেখবেন সে স্মার্ট না । প্রতিটি স্থান, কাল, পাত্র বুঝে সঠিক কাজ করে মুলত তারাই স্মার্ট আমার দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে আরও অন্যরকম হতে পারে। যাইহোক মূল কথা হলো যে বেক্তি দিয়ে বা Employee দিয়ে আপনার কোম্পানি তে ইনকাম হবে সেই মূলত আপনার যোগ্য। এতে অতি অল্প সময়ে অনেক বড় জায়গায় গিয়ে যেতে পারবেন।
· সব সময় নতুন কিছু করুনঃ
যেহেতু আপনি কোন ব্যবসায়ের মালিক বা ব্যবসা করবেন ভাবছেন। অবশ্যই সবসময় নতুন কিছু অর্থাৎ unique কাজ নিয়ে ব্যস্ত থাকুন। unique মানে এমন কিছু যা অন্যটি নেই। আপনার OWN সৃষ্টি একে বারেই নুতন আইডিয়া। এতে যথা সময় আপনি মার্কেটে এগিয়ে থাকবেন। মনে রাখবেন Copy Paste নিয়ে কাজ করলে বেশি দিন টিকে থাকা যায় না। কারন মানুষ আইটি যুগে ডিজিটাল যুগে সবাই যেকোনো Information বের করতে google search এ হেল্প নেই। সুতরাং Copy Paste বা নকল করে বেশি দূর যাওয়া যায় না। কিন্তু বিদেশী আইডিয়া বা concept থাকে অনুপ্রানিত হয়ে নিজে কিছু করেন, তাকে অবশ্যই আপনি সাপোর্ট করবেন।
· ভুল থেকে শিখুনঃ
জ্যাকমার একটি ভালো লাগা কথা বা অনুভতি। ভুল থেকে শিখুন। অর্থাৎ ছোট বেলা থেকে যা শিখেছি ভুল থেকেই শিখেছি। এখন হাঁটতে শিখেছি, হাঁটতে পারিনি চেষ্টা করে করে শিখেছি, লিখিতে গিয়ে পারিনি ভুল লিখেছি, লিখিতে লিখিতে শিখেছি। সেইরুপ ব্যবসা করতে গেলে অবশ্যই আপনি ভুল বা Experiment করতে হবে। তাই মনে রাখতে হবে। যা দিয়ে ভালো কিছু হয় না , তা করা যাবে না, অর্থাৎ টাকা ইনকাম হয় না, যেভাবে সেইটাই ব্যবসায়ের ভুল হয়, বার বার হচট খাবেন তারপর নিজেই কিনবেন। তাই হচট খেতে খেতে আপনাকে বড় হতে হবে। পৃথিবীর বড় যতো কোম্পানির মালিক রয়েছে- প্রথম দিকের সময়ে কে দেখেন কত ভুল, কত Loss দিয়ে তা অনেক বড় হয়ে গেছে। তাই ভুল কে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামই ব্যবসায়।
নিজের কাজকে ভালবাসতে হবে।
আপনার চাইতে বেশি জানে এমন লোককে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন। ঠিক আছে, তারপর নিজের কাজকে ভালবাসতে হবে। কাজকে ভালবাসতে হবে নিজের কাজকে ভালবাসলে ।যে কাজের প্রতি আপনি মনোযোগ বেড়ে গেছে কাজের প্রতি। আপনার কাজ করতে পারতেছেন সেজন্য ভালোবাসতে গেলে , জীবনে যারা বিখ্যাত কাজ করেছে যদি আমি বলি তারা পাগলের মত কাজ করত এবং এর বিখ্যাত কাজের প্রতি আপনার ভালোবাসা থেকে অনেক অনেক টাকা আসবে ।
· অন্যকে বন্ধু ভাবুনঃ
যখন মানুষকে বন্ধুর মত ভাববেন, তখন বন্ধুর মতো সহযোগিতা পাবেন। ধরুন আপনার পাশাপাশি আয়ও অনেকে ব্যবসায় করছে, একই ধরেনের ব্যবসায়। তাই বলে তাকে শত্রু ভাবার দরকার নাই। Online এর যুগে হাজার হাজার একই ব্যবসায় থাকবে পৃথিবী জুড়ে। এরই মধ্যে সবাইকে বন্ধু ভেবে তাদের থেকে শিখার চেষ্টা করুন। তাদের অভিজ্ঞতা থেকে জানুন। অবশ্যই আপনার ব্যবসায়কে দ্রুত বড় করতে পারবেন।
· নিজের প্রতি সাহসঃ
ব্যবসায় করতে কিছুই লাগে না। লাগে মনের সাহস। যাদের এই মনোবল বা সাহস নেই তারা ব্যবসায় শুরুই করেতে পারে না। শুরুটা করুন সাহস করে দেখবেন- এক বছর পর আপনার নিজের অবস্থান। পরের চাকরী করে নিজের মেধাকে বিক্রি করে ভালো থাকুন। দেশ ও সমাজের উন্নতি করে বিখ্যাত হন।
· কখনই হাল ছারবেন নাঃ
একটি গুরুত্বপূর্ণ কথা ৫% মানুষ ব্যবসায়ে সফল হয়। বাকিরা বার্থ। এর একটি কারন তা হলো হাল ছেড়ে দেয়া। মানুষ কিছু দিন পরে ব্যবসায় Loss খেয়ে বন্ধ করে দেয়। কিছু কারন আছে তার মধ্যে অন্যতম হলো Planning ও Goal setup. তার মধ্যে ব্যবসায়কে কোন স্থানে নিয়ে যাবো তার সঠিক মাপকাঠি থাকে না। তাই সাফল্য লাভ করতে পারে না।