বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগ বলে থাকি। কারন সব কিছুতেই ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয় । অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিসকে বিক্রি করতে চাইলে,অবশ্যই আপনি ফেসবুক এ এড দিতে পারেন। খুব অল্পতে বুঝতে পারছেন এর গুরুত্ব। আসলে কেও যদি কোন ব্যবসার কথা চিন্তা করেন, তাহলে সবার আগে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা চিন্তা করলেই আপনার পরিকল্পনাটা আধুনিক থাকবে। নইলে ৫০০ বছর পিছিয়ে থাকবেন বুঝতেও পারবেন না। ব্যবসায় লস খাবেন ১০০% গ্যারান্টি।
কিছু সমস্যা যা আমরা করি।
আসলে ভুল করি ব্যবসা শুরু করার আগে থেকেই। ঐ ভুল গুলোকে আমি সমস্যা সৃষ্টির কথা বলছি। সেই সব সমস্যার কারনে হয়ত ব্যবসা সামনের দিকে এগোই না। আর শুরুটা করাও হয় না।
এর কিছু কারন থাকেঃ
১। ব্যবসা শুরুর আগের পরিকল্পনা ঠিক নাই,
২। ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর সঠিক ব্যবহার হয়নি।
৩।যতটুকু স্টাটেজি ছিলো তার ৯০% এক্সিকিশন হয়নি।
৪। সঠিক জ্ঞান না অর্জন না করে ফেসবুক এড পরিচালনা করা।
৫। টেডিশনাল মার্কেটিংএর মধ্যে সীমাবদধ থাকা।
৬। লিডগুলো সঠিক এনালাইছিস না করা।
৭। ব্যবসায়ে রোড ম্যাপ না থাকা।
৮। ব্র্যান্ড ভেলু ক্রিয়েট না করা।
৯। মার্কেটিং টিম সঠিক ভাবে গঠন না করা।
১০। ক্লাইন্ট বা কাস্টমার আনতে ফেইল করা।
ডিজিটাল মার্কেটিং এর বাস্তব রুপ
আসলে আমরা ফেসবুক এড চালানো জানলেই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলি। এটা ২% জ্ঞান ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল কাজের জন্য, কারন ওটা পুরাটাই সম্মুদ্র, বিশাল গভীরতা। সাধারনত এস, ই,ও , পিপিসি, না জানলে বা কিওয়ার্ড রিসার্চ না জানলে ডিজিটাল মার্কেটিং এর ব্যাসিক টাই বাকী থাকে।
ডিজিটাল মার্কেটিং কেন আপনার প্রয়োজন ?
সবার জন্য ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দরকার।আপনাকে প্রচার বা আপনার প্রতিষ্ঠানের জন্য ক্লায়েন্ট বা কাস্টমার দরকার হলেই সঠিক পথে কাজ করার পরামর্শ দরকার হবে। এই জন্য আমি মধুসুদন ভৌমিক চয়ন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট করে থাকি, আপনার সেলস বৃদ্ধি করা বা বেশি বেশি নতুন ক্লায়েন্ট আনার জন্য আমি হেল্প করে থাকি।
বিশেষ করে,
ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এসইও কনসালটেন্ট বা ব্যবসার মার্কেটিং স্ট্যাটেজি।
আপনি যেকোন পেশায় থাকুন না কেন? আপনার আমাকে দরকার। আমাকে কল করুন- ০১৭৩১৮৪০১৬৬ বা ইমেইল করুন info@growbangladesh.com
মনে রাখবেন সঠিক ডিজিটাল মার্কেটিং এর অভাবে ৯০% প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।