যে মার্কেটগুলো বাংলাদেশের অনেক মানুষ কাজ করতেছে । সেই মার্কেট গুলোকে নিয়ে আমি কথা বলব – এর মধ্যে তিনটি বিশেষ উল্লেখযোগ্য মার্কেটপ্লেস এর মধ্যে অন্যতম হচ্ছে আপওয়ার্ক কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অবস্থা এবং কঠিন এবং কঠিন থেকে কঠিন একটা মারকেটপ্লেস বর্তমান সময় অনেকেই এই মার্কেটপ্লেসে একাউন্ট খুলে বসে আছে। বলে কাজ পায় না । মনে করে এখন আসলে খুব হার্ড হয়ে গেছে । একাউন্ট খোলা টা কঠিন হয়ে গেছে। তাই বলে ভয় পাবার কিছু নেই কিছু না কিছু পদ্ধতি বা অবশ্যই আছে যেগুলো আমি দেখাবো । আপনারা এই সবগুলো মারকেটপ্লেস থেকেই স্কিল থাকলে অবশ্যই অবশ্যই কাজ পাবেন ।
বাংলাদেশের সবচেয়ে প্রথম জনপ্রিয় সাইট Upwork । এমন কিছু নাই যে কাজ করতে পারবেন না । প্রথমত গ্রাফিক্স ডিজাইন দিয়ে যদি বলি, গ্রাফিক্স ডিজাইনের জন্য আরেকটি মার্কেটপ্লেসে লোগো ডিজাই্ন , ব্যানার ডিজাইন থেকে শুরু করে এমন কিছু কাজ পাবেন যে কাজগুলো দিয়ে আপনি এক লাখ থেকে দু লাখ টাকা ইনকাম করতে পারবেন। তারও বেশি এবং অনেক অনেকে রয়েছে ।
কোন Subject গুলো নিয়ে কাজ করা যায় । ওকে কিছু কঠিন কঠিন কথা গুলো আপনাদের কে বলি। বর্তমানে.৫০০০ ইউজার সাইন ইন করা হয়েছে। বাংলাদেশের জন্য তারপরও যদি বলি যে সব সাইট গুলো রয়েছে এর মধ্যে কিছু কিছু আছে আপনার জন্য খুব সহজে ওয়েব ডিজাইন এবং সবচেয়ে tough কি হবে ? যদি আপনি ভালো skill থাকে, এতে আপনার মনে রাখতে হবে, মিনিমাম ননস্টপ work করে যেতে হবে, এর পিছনে একটা ভালো পয়েন্ট আপনাকে বলি ।
সেটি হল সুন্দর করে সাজানোর জিনিস নিয়ে যে আপনি কাজ করতে চাচ্ছেন ওই রিলেটেড ওই পোর্টফোলিও সুন্দরভাবে সাজাবেন । ওই সাজানো পোর্টফোলিও দিয়ে আপনি কাজ পাবেন । মনে রাখবেন , আপনার বায়ার যখন আপনার এই কাভার লেটার দেখবে তার সঙ্গে সে জব দেয়া আছে। আপনার পোর্টফলিওতে ঢুকবে তার চোখে যদি দেখে আপনার সঙ্গে কোন কাজের মিল নাই । অবশ্যই অবশ্যই আপনাকে কাজ দিবে না । অতএব আপনার লেখা সুন্দর করে 10 থেকে 20, 50 টা লেটার আপনাকে তৈরি করে রাখতে হবে । কাস্টমাইজ করে যখন যেটা দরকার সেইটা ব্যবহার করতে হবে।
কাস্টমাইজ করবেন কখনোই কপি পেস্ট করে কাউকে দিবেন না । এবং কাউকে সেন্ড করার সময় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে । অনেক কিছু কোড দিয়ে দেয় , তা দিয়ে শুরু করবেন। সেগুলো মেনে চলতে হবে । লিখতে হবে যাতে খুব সহজে পড়তে পারে । বুঝতে পারে যে আপনি কাছে অনেক স্কিল আছে ।
পরে ওই কাজের মারকেটপ্লেস টা ভালো করে যাচাই করে দেখবেন । আপনি তার কাছে গুড স্কিল্ল মনে না হলে , আপনাকে কাজ দিবে না ।
এরকম করে যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলি যে যার মত ইউটিউব চ্যানেল থেকে দিনের পর দিন ধরে শিখতে হবে। চেষ্টা করতে পারলে একটা ভালো রিভিউ চলে আসবে, যখন 100 – 200 রিভিউ চলে
আসবে , তখন আরে পিছনে ঘুরতে হবেনা । বায়ার পিছনে ঘুরবে , এর মূল বৈশিষ্ট্য হল স্কিল।
ফাইবারের কথা। আসলে এটি অনেক জনপ্রিয় হয়ে গেছে। এটারএকটা সুবিধা হচ্ছে । আপনাকে বিট দিতে হবেনা । সুন্দর করে যে বিষয়ে কাজ করতে চান। তার এক্সাম্পল ওয়েব ডিজাইন । ওয়েব ডিজাইনের কাজ করতে পারলে । ওয়েব সাইট অথবা ভাল করে পয়েন্ট দিয়ে রাখতে হবে গীগ এ , যে পয়েন্টগুলো এর সাথে মিলে যায় । সেই পয়েন্ট গুলো যখন client এর সাথে মিলে যাবে তখন সে রিকোয়েস্ট করবে।
তারপর প্রায় সব কিছু – টুমি করে বলি- সে যদি তোমার প্যাকেজ টা কিনতে চায়। তাহলে সে তোমাকে তোমাকে Request send করবে।
2-3 মাস তুমি এখানে ট্রাই করলে অবশ্যই অবশ্যই তুমি ভাল করতে পারবে । এখান থেকে তুমি ছিটকে পড়লে চলবে না ।
তোমাকে ননস্টপ এখানে ট্রাই করে যেতে হবে । কোথায় কোথায় তোমার উইকনেস সেগুলো চাই করতে হবে বেশি বেশি করে বানাতে হবে এগুলোর মার্কেটিং করতে হবে কেউ বাইরে আসল কিনা সেটাই করতে হবে অর্থাৎ কঠিন ভাবে তোমাকে পরিশ্রম করতে কি রকম তোমাকে একবার 100 বা 200 রিভিউ যখন চলে আসবে । তখন দেখবা তোমার ইচ্ছে করলেই সবাই follow করবে ।
তখন তোমাকে আর কাজ খুঁজতে হবে না। বিষয়টা যদি আরো জানতে চাও ইউটিউব চ্যানেল আছে মানুষের বিদেশ থেকে টাকা ইনকাম করা । কোন ভাবেই সম্ভব কিন্তু এখানে থেকে শুরু করে অনেক কাজ আছে এবং এখানেও হচ্ছে এখানে যেকোন একটাতে যদি তুমি ভালো করে মনোযোগ সহকারে কাজ করো এবং ইনকম হবে।
Freelancer.com ওই একই রকম freelancer web site । আর যদি ভালো স্কিল থাকে । ফর এক্সাম্পল তুমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছ কোন কোন গ্রাফিক ডিজাইন – লোগো ডিজাইন করবা । ভাল স্কিল্ল মার্কেটিং এর ডিজাইন করার জন্য মিনিমাম তৈরি করতে হবে । তুমি এমন ভাবে নিজেকে স্কিল্ দেখাতে হবে – যেন client ফিরে না যায়। সেই স্কিল তোমাকে শো করতে হবে তোমার স্কিল যদি কখনো রিপ্লেস না করতে পারো সুপার স্কিল তুমি জীবনেও 100 বছর কাজ করলেও তুমি কখনোই কাজ পাবে না । এটা আমার লাইফ থেকে এবং আশেপাশের মানুষদের থেকে তোমাকে বলছি । হাজার হাজার মানুষ টাকা ইনকাম করতেছে । আবার লক্ষ লক্ষ মানুষ টাকা ইনকাম করতেছে না । ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো করতেছে । আসলে সেটা না only skill লাগে । টাকা ইনকাম করা এত সহজ না । থ্যাংক ইউ ভেরি মাচ।